বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে  জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বাউফল উপজেলায় ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রার্থীরা  ভোটারদের সমর্থন ও মন জয় করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা রাত-দিন উপজেলার  ১৫ ইউনিয়নের চেয়ারম্যান ,ইউপি সদস্য, পৌরসভার মেয়র,কাউন্সিলর,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে কুশলবিনিময় ও ভোট প্রার্থনা করছেন। জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ( অটো রিক্সা মার্কায় ) জেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন ফরাজী (তালা মার্কায়)।  অপরদিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে চার জন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন, (বাউফল-দশমিনা ) বাউফল উপজেলা আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী কামরুন নাহার (দোয়াত কলম) ও দশমিনা থেকে প্রার্থী পশরী রানী (হরিন),মোসা: রুবিনা আক্তার ( ফুটবল) ও মিসেস ফাতেমা আলম ( টেবিলঘড়ি)।
বাউফল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১১ ও দশমিনা উপজেলায় ভোটার সংখ্যা-৯৪।